আমি জানতে চাই ৷আমি প্রশ্নের উত্তর চাই ৷
আমি ৫২,৬৯,৭১,৭৫,৭৭,৮১,৯০ কিছু দেখি নি ৷ বিকৃত ইতিহাস শুনেছি পরেছি ৷ বিশ্বাস হয়েছে সাথে বোনাস অবিশ্বাসটা আছেই৷ কিন্তু আমি দেখেছি ২০০১,২০০২,২০০৭,২০১৫৷
আমি দেখছি ২০১৬ ৷
আমি ৫২ টা দেখি নি , শুনেছি শুধু মাত্র একটি ভাষা আমি যে ভাষায় কথা বলছি সেই মধুর ভাষার জন্যে জীবন উৎসর্গ করে দিতেও পারে ৷ এমন নজীর এই পুরো পৃথিবীতে নেয় ৷ যা একমাত্র আমার পূর্বসরীরা করে দেখিয়েছে ৷
কবি সুকান্তের কবিতার জ্বালাময়ী সেই লাইনটি মনে পরে
" সাবাস পৃথিবী অবাক তাকিয়ে রই জ্বলে পুড়ে মরে ছাড়ঘার তবুও মাথা নোয়াবার নয় "
আমাদের পূর্বসরীর কখনই কোন অন্যায়ের কাছে মাথা নোয়াই নি ৷ আমরা কেমন করে বিশ্বের কাছে মাথা নত করি ক্ষমতায় যাওয়ার জন্য ৷ আমাদের সংবিধানে তো আছেই সকল ক্ষমতার উৎস জনগন আবার আমাদের রাজনৈতিক নেতারা সব সময় বলেন জনগনই সব ক্ষমতার মালিক ৷ কিন্তু কেন আমরা জনগনের কাছে না গিয়ে বিদেশীদের কাছে ক্ষমতা ভিক্ষা চাই কেন জবাব কি আছে? আমার দেশের রাজনৈতিক ব্যক্তিরা কি তা জানে না, না এখন সংবিধান পরিবর্তন হয়ে সকল ক্ষমতার উৎস "জনগনের" পরিবর্তে “বিদেশী রাষ্ট্র" হল জানি না ৷
আমি বলছিলাম বাংলার রাজনীতি-আন্দোলন-জন্মের কথা ৷
আমি দেখি নি, আমি শুনেছি-পরেছি কেমন করে একটি দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য গনতন্ত্রকামী হতে পারে ৷ কেমন করে ব্যালটের দ্বারা তার রায় প্রকাশ করতে পারে ৷ আমি শুনেছি একটি দল কেমন করে একটি রাষ্ট্রের মানুষের কন্ঠ হতে পারে ৷
আমি শুনেছি-দেখেছি(@@@@) ৷ ১৯৭১ সালের দিনগুলোর কথা ৷ আমি শুনেছি ৭ই মার্চের সেই দিনটার কথা ৷ আমি শুনেছি সেই দিন,পূর্ব দি, তার পরবর্তী সময়ের কথা..... দেখেছি সেই দিনের কিছু দূর্লভ মহূর্তের কথা ৷ যে মানুষটা এসে দিলেন উনার জ্বালাময়ী ভাষন ৷ যা এখনও প্রতিটা মানুষকে আন্দোলিত করে ৷ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় ৷
আমি শুনেছি সেই ভয়াল কালো রাতের কথা, যখন কিনা আমার নিরস্ত্র ঘুমন্ত বাংলার মানুষের উপর ৷ কিন্তু কষ্ট লাগে এই ভেবে যে তাদেরকে সহযোগীতা করল আমারই দেশে মানুষ ৷ আমরা ঐক্যবদ্ধ হলে কি করতে পারি সবারই জানা ৷ আমরা ভাষার জন্য এক হতে পারি, জীবনটাও উৎসর্গ করে দিয়ে আনতে পারি ভাষা ৷ ঐক্যবদ্ধ হলে আমরা বিপুল ভোটে জয়ী হতে পারি কিন্তু যখন দেশের ক্লান্তি সময় ঠিক তখনি আমরা এক হতে পারি নি দেশের জন্য ৷ আমরা বিভক্ত হয়ে পরি ৷ আমরা হিংস্র হয়ে যায় ৷ আমার ভাই-বোনকে তুলে দেয় জানোয়ারে হাতে ৷ লজ্জা লাগে যখন কিনা এক ভাষা সৈনিক সহযোগীতা (নেতৃত্ব) করে ঐ জানোয়ারদের ৷ নিজের ভাইকে ছেড়ে হাত মেলায় জানোয়ারদের সাথে ৷ আমি শুনেছি কেমন করে ওরা নির্যাতন করেছে কেমন করে ওরা জালিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম ৷ নির্যাতন করেছে আমার বোনদের ৷
আমরা জানি "মুসলমান আমরা ভাই ভাই"
কেমন ভাই যে ভাই তার মাকে নির্যাতন করে
ওরা কেমন ভাই যে কিনা বোনে সম্মান জানে না ৷
আমার পূর্বসুরীরা তার অধিকারের জন্য ব্যালট নিয়েছিল কিন্তু আমরা তো ডিজিটাল যুগের তাই মনে হয় আমরা পেট্রোল বোমা মারি ৷
চলবে...................
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন