ADs

আমি সাধারন তবে অসাধারণ কাজ করি, করব । আমার দেশের জন্য স্বপ্ন দেখি আর কাজ করি আমি স্বপ্নবাজ ।

সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

আপনার IMEI কোড দিয়ে খুব সহজে দেখে নিন আপনার মোবাইল ফোনটি আসল কী না।


আমাদের অনেকেরই ইচ্ছা হয় জানতে আমাদের মোবাইল ফোনটি আসল কি না। আরো ভালো হয় যদি কেনার আগে তা চেক করে নেয়া যায়। এই পদ্ধতিতে যেকোনো ব্রান্ডের মোবাইল ফোন ও মডেম চেক করতে পারবেন।
এবার কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক=
১।  আপনার মোবাইলে ডায়াল করুন *#06# আর আপনার IMEI নম্বরটি দেখে নিন।
২। যদি নতুন মোবাইল কেনার সময় চেক করতে চান তবে দেখবেন মোবাইল বক্সের এক পাশে স্টিকারে IMEI কোড দেয়া থাকে সেখান থেকে দেখে নিন।
৩।  এই লিঙ্কে যান।
৪। বক্সে আপনার IMEI নম্বরটি লিখুন।
৫। Check এ ক্লিক করুন।
আপনার ফোনটি যদি আসল হয় তবে আপনার ফোনের যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন। এটি যদি মিলে যায় তবে আপনার ফোনটি আসল। আর না মিললে তো বুঝতেই পারছেন

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

Follow us on facebook

Category 1

Slideshow

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *