সংঘাত নয় চাই উন্নয়ন ৷ সবুজ চাই লাল নয় ৷ লাল বাংলা চাই না উন্নয়নের বাংলা চাই
আমি চাই দেশের উন্নয়ন ৷ সে যে কোন
ভাবেই হোক না কেন আর যে ব্যাক্ত ই করোক
না কেন ৷ আমি তাকেই স্বাগতম জানাব ৷
১৷ নির্বাচন: নির্বাচন হলে কি হবে দেশের
কি স্বর্গ হয়ে যাবে !!! না !!!!
সংঘাত আরো বাড়বে আমি ১০০০…… ·/· sure.
মুক্তিযুদ্ধের পর
থেকে তো দেখছি কে কি করেছে ়়়়়়়়়
সবাই আসে ৫ বছরের জন্যে আর
দুর্নীতি দুর্নীতি দুর্নীতি ়়়়়়়
করে চলে চাই আবার আসে সেই
চেনা দুর্নীতি আর দুর্নীতি ৷
এটা কি সত্য ৷
আর নির্বাচনের ফলে বাঙালিদের লাভ হয়
কিছু
☞ লাল চা ☞৫০০,১০০০ টাকা ☞মোবাইল ফোন
☞আর নিজের আপন জনদের সাথে নির্বাচনীয়
দ্বন্দ
☞শেষে অনেক সময় সস্তার জীবনটা দিতে হয়
☞নির্বাচনের পর পরাজিত দলের
কর্মীরা বাড়ি ছাড়া হতে হয় ☞আরো কত
কি৷৷!!!!!!!!!
বাঙালি তোমরা সাবধান হও
তত্ত্বাবধায়ক: এ দিলে তো আবার দেশের
গণতন্ত্র নামক পরিবারতন্ত্রের অপমৃত্যু
ঘঠবে না ৷
যারা বর্তমানে এর পক্ষে অবস্থান
নিয়েছে ঠিক তেমনি আজ যারা এর
বিরুদ্ধে আছে সবাই তাদের অতীত জানি
☞সরকারে থাকলে বলে হরতাল মানি না,
হরতালে দেশের অর্থনীতি ধংস হয় ৷
☞আমরা বিরোধী দলে গেলে হরতাল দিব
না আর
বিরোধী দলে থাকলে বলে এটা মৌলিক
অধিকার ৷
☞আমার প্রশ্ন এ অধিকার তোদের
কে দিয়ে দিয়েছে, বলবি ৷
☞ আমার বিশ্বাস বাংলার মানুষ কেহ
তোদের হরতালের পক্ষে নেই৷
সরকার পতন : সরকার পতন হলে কে গঠন
করবে সরকার !!!!!
★★★★
✘আওয়ামীলীগ
✘বিএনপি
✘ জামাত
✘জাতীয় পার্টি
✔ অন্য কোন নতুন মুখ✔
☞☞☞ ভেবে বলুন তো আর আপনার স্ব স্ব ধর্ম
গ্রন্থের কছম নিয়ে বলুন তো ঘুরে ঘুরে ওরাই
তো আসবে !!!
⇄ শুধু মাত্র ৫ বছরই তো ৷
একে ৫ বছরের বিরতি বললে কি ভালো হয়
না !!!
↷⇙↖⇘
এস জে ধ্রব
⇥∝
সরকার পতন হলে কে গঠন করবে সরকার !!!! ঔ
তো যে পূর্বে ছিল তাই তো ৷ পরে আবার যখন
পতন হবে তখন যে এখন আছে ৷ তবে সেই
পতনের কি প্রয়োজন !!!! আমি বুঝি না ৷
মাঝে মরবে জনগন আর ওরা মরা লাশ
নিয়ে ফায়দা লুঠবে ৷
বলুন তো বাংলাদেশর কোন সরকার তাদের
কথা ঠিক রেখেছে৷ তারা কথায় কথায়
বলে শেখ মুজিবের আদর্শে আমরা ! আবার
জিয়ার আদর্শে আমরা ৷ কেউবা অন্য কোন
নেতার নাম দিয়ে বলে
৷ কেউ কি উনাদের আদর্শের
কথা কাজে প্রয়োগ করে ৷
মনে তো হয় না
কেন শুধু শুধু এই ভালো ব্যাক্তিদের কে অবুঝ
শিশুদের মনে খারাপ ধারনা সৃষ্টি করছেন ৷
সর্ব পরি আমরা চাই দেশের উন্নয়ন
দেশকে ভালোবাসি
⇄⇄⇄⇄
কেন হরতাল নামে দেশকে পিছিয়ে দেয়া ৷
হরতালে র নামে অরাজগতা !!!
কেন সরকার পতন নামে নিরিহ মানুষ
মারা পরা ৷
উচ্চ পর্যায়ের
নেতা উনারা নিজেরা নিজেরা লাগলেই
তো ভালো হত ৷ এতে করে তো একটি পক্ষ
ধংস হত ৷
শুধু শুধু নিরিহ মানুষ কে নিয়ে কেন
খেলা করা ৷
ওদের জীবনের মূল্য কি নাই ৷
আর ওদের জীবনের দাম তো মাত্র কয়েক
হাজার টাকা ৷
সাধারণ মানুষ মারা গেলে তেমন কোন
আন্দোলন হয় না কিন্তু রাজনীতিক
ব্যক্তি মারা গেলে তো আরো কইছুব প্রাণ
জাবেই
৷
আপনারাই তো বলেন
ব্যক্তির চেয়ে দল বড়
আর দলের চেয়ে দেশ বড়৷
এই মন্ত্রটা বাস্তবায়ন চাই৷
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন