ADs

আমি সাধারন তবে অসাধারণ কাজ করি, করব । আমার দেশের জন্য স্বপ্ন দেখি আর কাজ করি আমি স্বপ্নবাজ ।

সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

সংঘাত নয় চাই উন্নয়ন ৷ সবুজ চাই লাল নয় ৷ লাল বাংলা চাই না উন্নয়নের বাংলা চাই

 

আমি চাই দেশের উন্নয়ন ৷ সে যে কোন
ভাবেই হোক না কেন আর যে ব্যাক্ত ই করোক
না কেন ৷ আমি তাকেই স্বাগতম জানাব ৷
১৷ নির্বাচন: নির্বাচন হলে কি হবে দেশের
কি স্বর্গ হয়ে যাবে !!! না !!!!
সংঘাত আরো বাড়বে আমি ১০০০…… ·/· sure.
মুক্তিযুদ্ধের পর
থেকে তো দেখছি কে কি করেছে ়়়়়়়়়
সবাই আসে ৫ বছরের জন্যে আর
দুর্নীতি দুর্নীতি দুর্নীতি ়়়়়়়
করে চলে চাই আবার আসে সেই
চেনা দুর্নীতি আর দুর্নীতি ৷
এটা কি সত্য ৷
আর নির্বাচনের ফলে বাঙালিদের লাভ হয়
কিছু
☞ লাল চা ☞৫০০,১০০০ টাকা ☞মোবাইল ফোন
☞আর নিজের আপন জনদের সাথে নির্বাচনীয়
দ্বন্দ
☞শেষে অনেক সময় সস্তার জীবনটা দিতে হয়
☞নির্বাচনের পর পরাজিত দলের
কর্মীরা বাড়ি ছাড়া হতে হয় ☞আরো কত
কি৷৷!!!!!!!!!
বাঙালি তোমরা সাবধান হও
তত্ত্বাবধায়ক: এ দিলে তো আবার দেশের
গণতন্ত্র নামক পরিবারতন্ত্রের অপমৃত্যু
ঘঠবে না ৷
যারা বর্তমানে এর পক্ষে অবস্থান
নিয়েছে ঠিক তেমনি আজ যারা এর
বিরুদ্ধে আছে সবাই তাদের অতীত জানি
☞সরকারে থাকলে বলে হরতাল মানি না,
হরতালে দেশের অর্থনীতি ধংস হয় ৷
☞আমরা বিরোধী দলে গেলে হরতাল দিব
না আর
বিরোধী দলে থাকলে বলে এটা মৌলিক
অধিকার ৷
☞আমার প্রশ্ন এ অধিকার তোদের
কে দিয়ে দিয়েছে, বলবি ৷
☞ আমার বিশ্বাস বাংলার মানুষ কেহ
তোদের হরতালের পক্ষে নেই৷
সরকার পতন : সরকার পতন হলে কে গঠন
করবে সরকার !!!!!
★★★★
✘আওয়ামীলীগ
✘বিএনপি
✘ জামাত
✘জাতীয় পার্টি
✔ অন্য কোন নতুন মুখ✔
☞☞☞ ভেবে বলুন তো আর আপনার স্ব স্ব ধর্ম
গ্রন্থের কছম নিয়ে বলুন তো ঘুরে ঘুরে ওরাই
তো আসবে !!!
⇄ শুধু মাত্র ৫ বছরই তো ৷
একে ৫ বছরের বিরতি বললে কি ভালো হয়
না !!!
↷⇙↖⇘
এস জে ধ্রব
⇥∝

সরকার পতন হলে কে গঠন করবে সরকার !!!! ঔ
তো যে পূর্বে ছিল তাই তো ৷ পরে আবার যখন
পতন হবে তখন যে এখন আছে ৷ তবে সেই
পতনের কি প্রয়োজন !!!! আমি বুঝি না ৷
মাঝে মরবে জনগন আর ওরা মরা লাশ
নিয়ে ফায়দা লুঠবে ৷
বলুন তো বাংলাদেশর কোন সরকার তাদের
কথা ঠিক রেখেছে৷ তারা কথায় কথায়
বলে শেখ মুজিবের আদর্শে আমরা ! আবার
জিয়ার আদর্শে আমরা ৷ কেউবা অন্য কোন
নেতার নাম দিয়ে বলে
৷ কেউ কি উনাদের আদর্শের
কথা কাজে প্রয়োগ করে ৷
মনে তো হয় না
কেন শুধু শুধু এই ভালো ব্যাক্তিদের কে অবুঝ
শিশুদের মনে খারাপ ধারনা সৃষ্টি করছেন ৷
সর্ব পরি আমরা চাই দেশের উন্নয়ন
দেশকে ভালোবাসি
⇄⇄⇄⇄
কেন হরতাল নামে দেশকে পিছিয়ে দেয়া ৷
হরতালে র নামে অরাজগতা !!!
কেন সরকার পতন নামে নিরিহ মানুষ
মারা পরা ৷
উচ্চ পর্যায়ের
নেতা উনারা নিজেরা নিজেরা লাগলেই
তো ভালো হত ৷ এতে করে তো একটি পক্ষ
ধংস হত ৷
শুধু শুধু নিরিহ মানুষ কে নিয়ে কেন
খেলা করা ৷
ওদের জীবনের মূল্য কি নাই ৷
আর ওদের জীবনের দাম তো মাত্র কয়েক
হাজার টাকা ৷
সাধারণ মানুষ মারা গেলে তেমন কোন
আন্দোলন হয় না কিন্তু রাজনীতিক
ব্যক্তি মারা গেলে তো আরো কইছুব প্রাণ
জাবেই



আপনারাই তো বলেন

ব্যক্তির চেয়ে দল বড়
আর দলের চেয়ে দেশ বড়৷

এই মন্ত্রটা বাস্তবায়ন চাই৷

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন

Follow us on facebook

Category 1

Slideshow

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *