ADs

আমি সাধারন তবে অসাধারণ কাজ করি, করব । আমার দেশের জন্য স্বপ্ন দেখি আর কাজ করি আমি স্বপ্নবাজ ।

বুধবার, ২২ জুন, ২০১৬

নারী কি বিলবোর্ডের পন্য নাকি মা-বোন ???

ইসলাম কি নারীদের অধিকার দেয় না !!!!! ??????? বিলবোর্ডের পন্য কি নারী নয় ???? !!!!!???



রাস্তায় রাস্তায় দু-পাশে বিলবোর্ড যেন তরুনীদের অর্ধ-নগ্ন তাদের অঙ্গ প্রদর্শনের সেরা জায়গায় পরিনত হয়েছে। বিশেষ করে বিভাগীয় শহর এবং জেলা শহর গুলোতে বেশি দেখা যাচ্ছে ৷ 'আড়ং' এ দিকটায় সবার থেকেই বরাবর এগিয়ে থাকে।
বিজ্ঞাপন না অন্য কিছু বলছে আমাদের । কোন কোম্পানির তরুনীর কতটা উঁচু বক্ষ কিংবা বড়-সড় ধরনের নাভি দেখাতে পারল, সেটাই মূখ্য বিষয় বলে মনে হয়। নারীর উদীয়মান বক্ষবিহীন যেন কোন বিজ্ঞাপনই হয় না। শাড়ি, মোবাইল, খাবার লবন, দুধ, সুজি, ক্যাবল তার কিংবা মোবাইল অপারেটর, সব বিজ্ঞাপনই নারী চাই ।

এমন কি ছেলেদের পোষাক বা জিনিসপত্রেও মেয়েদের আধিপত্ত ।


একেবারে খোলামেলা পোষাকের নারী। উঁচু বক্ষ কিংবা ভারী নিতম্বের নারী। এটিই না কি নারী অধিকার! এটিই না কি নারীর প্রগতিশীলতা! 
নাস্তিকরাই নারীকে পন্য বানায়, আর ইসলাম তাতে বাধা দেয় এবং নারীকে দেয় শ্রদ্ধার আসন। যে সকল নারী বন্ধুরা বলেন যে, নারীদের অধিকার ইসলাম দেয় না ইসলাম সেকেলে ৷ আমি শুধুমাত্র ঐ ব্যক্তিদের বলছি , আপনি তো কারো বোন, মেয়ে বা বৌ ৷ আপনার মেয়ে যদি এভাবে চলে তবে কেমন লাগবে !!! আপনারা বলেন ইসলাম নারীদের অধিকার দেয় না, তবে কোন ধর্ম দেয় বলতে পারেন ?? বেহায়াপনা যদি অধিকার হয় তবে আপনিই বলুন সে অধিকার কি প্রয়োজন !! ইসলাম তো আপনাদের মত বেহায়াপনা নারীদের স্থান নাই ৷ নারী তুমি তো মা তুমি কেমন করে বেহায়াপনা র অধিকার চাও তোমার বাবা, ভাই, ছেলেরসামনে বেহায়াপনার অধিকার চাও ৷ তোমার মেয়েকে বেহায়াপনা হওয়ার জন্যে উৎসাহিত কর !!! তাদের সাহস দেও ৷ অবশ্যই আল্লাহ তোমাদের উপযুক্ত শাস্তি দিবেন ৷ তোমাদের কয়েক জন বেহায়ার জন্য তো আমার মাকে আমি অশ্রদ্ধা করতে পারি না ৷ আমার বোনকে তো আর অন্যের লালসার বস্তু বানাতে পারি না ৷ ঐ নারী তোরা সাবধান হ৷

শনিবার, ১৮ জুন, ২০১৬

"নারী" রা আসলেই কি অবলা ???

   "নারী" রা আসলেই কি অবলা ???



এই পোষ্টটা শফি হুজুরের সমালোচনার প্রেক্ষিতে নয় বরং তথাকথিত সুশিল সমাজের নেত্রীদের উদ্দেশ্যে সমাজের


                                                       অজানা নারীবাদী উক্তি
                                                   --------------- ---------------

1. বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে - হুমায়ন আজাদ

2. একজন মেয়ে যাকে মন দিতে পারে,তাকে শরীরটা দেওয়া কিছুই নয় । এই শরীরে আছেটা কি ? অথচ আশ্চর্য ! নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজ যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানাকড়িও ! -বুদ্ধদেবগুহ

3. মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম ! - রবীন্দ্রনাথ ঠাকুর

4. কম বয়েসী মেয়ে হল রসগোল্লার মত যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে! -শংকর

5. পৃথিবীতে বা সমুদ্রে যতহিংস্র প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা!- মেনানডার

6. পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী! মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয়!! - নেপোলিয়ান

7. বিড়াল, পাখিরা এবং মেয়েরা এই ধরণের প্রাণী যারা নিজেদের প্রসাধনের উপর সর্বাধিক সময় নষ্ট করে! -চার্লস নড়ায়ার

8."চোখের সামনে আমার মেয়েবড় হচ্ছে। কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার হাত-পা বাঁধা ।" -হুমায়ূন আজাদ

9."মেয়েটাকে বিয়ে করে ফেললেই তো পার -ফ্রিতেই যদি গাভীর দুধ মেলে তাহলে কোন মূর্খ টাকা খরচা করে ঘরে গাই পোষে ?" -সমরেশ মজুমদার


--------এই সব উক্তি নারীবাদীরা শুনবে না  ই গুলো তাদের রূপের প্রসংসার মতই তারা মনে করে। আরে মুর্খ্য নারী সত্যিই সেলুকাস



এই কথা তো আর কোন ধর্মীয় ব্যক্তি বলেন নি যে উনারা প্রতিবাদ করবে ৷ এই কথা গুলো তো তাদেরই… …… … কিছু বলেছে তাই তো এই গুলো মধুর চেয়েও মধু ৷ কিন্তু তেতুল তো আর কোন ব্যক্তির বল নি সেটা তো বলছে ধর্মীয় ব্যক্তি তাই একটু জ্বলছে আর কি ৷জ্বলবে শয়তানের তো জ্বলবেই ৷শয়তান যেমন আজানের সময় জ্বলে তেমনি তো ওরাও… … …যারা মন্তব্য করেন
তারা কি কুরআনের কথা স্পষ্ট করে বুঝতে পারেন না পড়াই হয় না ৷ দয়া করে বিরোধীতার জন্যেই শুধু
বিরোধীতা করবেন না ৷ জীবনের একটা সময় পস্তাতে হবে ৷ পরে আর প্রাশ্চিত্য করার সুযোগ পাবে না ৷

বুধবার, ২ মার্চ, ২০১৬

বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ



এশিয়ার T20 র শ্রেষ্ঠত্ব অর্জনে বাংলাদেশের সামনে ভারত বাধা হয়ে আছে। আর মাত্র একটি ম্যাচ.! হতে পারে ইতিহাস.।. আবারও দ্বিতীয় বারের মত সুযোগ অর্জন করে নিল আমার বাংলার টাইগারেরা। সামনে দেখার পালা কি হয়।

পাকিস্তান ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ দিব বাংলার দলপতি. বাংলার ক্রিকেট রাজপুত্র মাশরাফি ও বাংলার. ক্রিকেটে COOL খ্যাত  রিয়াদ।


মাশরাফি সম্পর্কে অনেক বলি তাও মনে হয় কম বলা হয়ে গেল।

আজ বাংলা ক্রিকেটের আরেকটা তারা মাহমুদুল্লাহ।. যাকে নিয়ে আমরা খুব একটা কথা বলি না শুধুমাত্র যখন ও অফ ফর্মে থাকে তখন বলি।. ও কেন বাংলাদেশ টিমে আছে এবং ও তো মুশফিকের জন্য দলে আছে। ও স্লো. ওকে "T20" তে কেন নেয়া হয়।.

কিন্তু সাকিব, তানিম, মুস্তাফিজ আরও অনেকে নিয়া অনেক মাতামাতি করি কিন্তু বিশ্বকাপের ব্যাকটুব্যাগ ১০০ যদি সাকিব, তানিম করত তবে তো আমরা।. বলতে বলতে কি যে করতাম জানি না। কিন্তু কোথায় এই তো বিশ্বকাপের পরই ওর একটু ফরম ছিল না তখন অনেকে বলতে শুরু করে দিছে যে ওর ১০০ বা বিশ্বকাপ মাতানো নিয়ে প্রশ্ন তুলেছে। ওর যদি শুরুর খেলা গুলো মনে থাকে তবে অনেকেই এসব বলত না। ওর এশিয়া কাপের ম্যাচ গুলো দেখলেই বুঝতে পারব। সাকিব মুশি র ফরম নেই কিন্তু রিয়াদ তার মত খেলে যাচ্ছে। আর সত্য বলতে যখন যেখানে যা দেওয়া প্রয়োজন তাই দিতেছে ঐ স্লো ক্রিকেটার। যে কিনা মুশফিকের জন্য বাংলাদেশ টিমে আছে আমরা অনেকেই বলি।. BPL টা কি সুন্দর করে তার ব্যাটিং, বোলিং এবং তার অধিনায়কত্ব করেছে। যা সবাই দেখেছে।. আর যারা সমালোচনা করেন তারা হয়ত বাংলাদেশের ভাল খেলা দেখে না ওরা মনে হয় বাংলাদেশের হার গুলো দেখে। ওরা কি খেলা দেখলে হারে বাংলাদেশ যদি তাই হয় তবে ওদের মত মৌসুমী দর্শক যেন খেলা না দেখে।

এখন আবার সাকিব. মুশফিকুর কে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাচ্ছে।. কিন্তু ওরা তো সাকিব মুশফিক তাই আশা করি খুব তারাতারি ব্যাটিং দিয়েই জবাব দিবে সমালোচকদের।

বাংলাদেশ দলের জন্য ফাইনালে শুভ কামনা করছি। 

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

আমি জানতে চাইআমি প্রশ্নের উত্তর চাই ৷

আমি ৫২,৬৯,৭১,৭৫,৭৭,৮১,৯০ কিছু দেখি নি ৷ বিকৃত ইতিহাস শুনেছি পরেছি ৷ বিশ্বাস হয়েছে সাথে বোনাস অবিশ্বাসটা আছেই৷ কিন্তু আমি দেখেছি ০০১,২০০২,২০০৭,২০১৫

আমি দেখছি ২০১৬ ৷ 

আমি ৫২ টা দেখি নি , শুনেছি শুধু মাত্র একটি ভাষা আমি যে ভাষায় কথা বলছি সেই মধুর ভাষার জন্যে জীবন উৎসর্গ করে দিতেও পারে ৷ এমন নজীর এই পুরো পৃথিবীতে নেয় ৷ যা একমাত্র আমার পূর্বসরীরা করে দেখিয়েছে ৷

কবি সুকান্তের কবিতার জ্বালাময়ী সেই লাইনটি মনে পরে

          " সাবাস পৃথিবী অবাক তাকিয়ে রই জ্বলে পুড়ে মরে ছাড়ঘার তবুও মাথা নোয়াবার নয় "

আমাদের পূর্বসরীর কখনই কোন অন্যায়ের কাছে মাথা নোয়াই নি ৷ আমরা কেমন করে বিশ্বের কাছে মাথা নত করি ক্ষমতায় যাওয়ার জন্য ৷ আমাদের সংবিধানে তো আছেই সকল ক্ষমতার উৎস জনগন আবার আমাদের রাজনৈতিক নেতারা সব সময় বলেন জনগনই সব ক্ষমতার মালিক ৷ কিন্তু কেন আমরা জনগনের কাছে না গিয়ে বিদেশীদের কাছে ক্ষমতা ভিক্ষা চাই কেন জবাব কি আছে?  আমার দেশের রাজনৈতিক ব্যক্তিরা কি তা জানে না,  না এখন সংবিধান পরিবর্তন হয়ে সকল ক্ষমতার উৎস "জনগনের" পরিবর্তে “বিদেশী রাষ্ট্র" হল জানি না ৷
আমি বলছিলাম বাংলার রাজনীতি-আন্দোলন-জন্মের কথা ৷

আমি দেখি নি,  আমি শুনেছি-পরেছি কেমন করে একটি দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য গনতন্ত্রকামী হতে পারে ৷ কেমন করে ব্যালটের দ্বারা তার রায় প্রকাশ করতে পারে ৷ আমি শুনেছি একটি দল কেমন করে একটি রাষ্ট্রের মানুষের কন্ঠ হতে পারে ৷

আমি শুনেছি-দেখেছি(@@@@) ৷ ১৯৭১ সালের দিনগুলোর কথা ৷ আমি শুনেছি ৭ই মার্চের সেই দিনটার কথা ৷ আমি শুনেছি সেই দিন,পূর্ব দি, তার পরবর্তী সময়ের কথা..... দেখেছি সেই দিনের কিছু দূর্লভ মহূর্তের কথা ৷ যে মানুষটা এসে দিলেন উনার জ্বালাময়ী ভাষন ৷ যা এখনও প্রতিটা মানুষকে আন্দোলিত করে ৷ সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় ৷

আমি শুনেছি সেই ভয়াল কালো রাতের কথা, যখন কিনা আমার নিরস্ত্র ঘুমন্ত বাংলার মানুষের উপর ৷ কিন্তু কষ্ট লাগে এই ভেবে যে তাদেরকে সহযোগীতা করল আমারই দেশে মানুষ ৷ আমরা ঐক্যবদ্ধ হলে কি করতে পারি সবারই জানা ৷ আমরা ভাষার জন্য এক হতে পারি, জীবনটাও উৎসর্গ করে দিয়ে আনতে পারি ভাষা ৷ ঐক্যবদ্ধ হলে আমরা বিপুল ভোটে জয়ী হতে পারি কিন্তু যখন দেশের ক্লান্তি সময় ঠিক তখনি আমরা এক হতে পারি নি দেশের জন্য ৷ আমরা বিভক্ত হয়ে পরি ৷ আমরা হিংস্র হয়ে যায় ৷ আমার ভাই-বোনকে তুলে দেয় জানোয়ারে হাতে ৷ লজ্জা লাগে যখন কিনা এক ভাষা সৈনিক সহযোগীতা (নেতৃত্ব) করে ঐ জানোয়ারদের ৷ নিজের ভাইকে ছেড়ে হাত মেলায় জানোয়ারদের সাথে ৷ আমি শুনেছি কেমন করে ওরা নির্যাতন করেছে কেমন করে ওরা জালিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম ৷ নির্যাতন করেছে আমার বোনদের ৷

আমরা জানি "মুসলমান আমরা ভাই ভাই"
কেমন ভাই যে ভাই তার মাকে নির্যাতন করে
ওরা কেমন ভাই যে কিনা বোনে সম্মান জানে না ৷





আমার পূর্বসুরীরা তার অধিকারের জন্য ব্যালট নিয়েছিল কিন্তু আমরা তো ডিজিটাল যুগের তাই মনে হয় আমরা পেট্রোল বোমা মারি ৷

চলবে...................

Follow us on facebook

Category 1

Slideshow

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *